প্রকাশিত: Mon, Dec 4, 2023 12:59 PM
আপডেট: Wed, Jul 2, 2025 9:46 AM

[১] জাতীয় পার্টি সরকারের সাথে আসন সমঝোতা নিয়ে ভাবছে না: মুজিবুর হক চুন্নু

মনিরুল ইসলাম  : [২]  তিনি বলেন, আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একক ভাবে প্রার্থী দিয়েছি। যারা দলের মনোনয়ন পেয়েছে তারা লাঙ্গল প্রতীক নিয়েই নির্বাচনে লড়বেন। সরকারি দলের তাদের কোনও যোগাযোগ বা কথাবার্তা হয়নি এবং হওয়ার কোনও সম্ভাবনাও আছে বলে মনে করছি না। 

[৩] রোববার বিকালে তার সাথে আলাপকালে মুঠোফোনে একথা জানান।

[৪] তিনি বলেন, আমরা আসন সমঝোতা চাই না। আমরা চাই নির্বাচনের পরিবেশ যেন সুষ্ঠু থাকে। ভোটাররা ভোট কেন্দ্রে এসে নির্বিঘ্নে তাদের ভোট যাতে দিতে পারেন। 

[৫] মুজিবুর হক চুন্নু জানান, বির্বাচন কমিশন আমাদের জানিয়েছে নির্বাচন সুষ্ঠু হবে। পরিবেশ ভালো থাকবে। কোন পক্ষপাতিত্ব থাকবে না। নির্বাশন কমিশনের এই আশ্বাসেই আমরা নির্বাচনে যাচ্ছি।

[৬] তিনি বলেন, আমরা চাই নির্বাচন পরিবেশবান্ধব একটি নির্বাচন। আমরা তা নিয়ে ভাবছিও না। ভোটাররা ভোট কেন্দ্রে আসতে পারলে সরকার বিরোধী ভোট পেয়ে আমরা আগের চেয়ে ভালো করব। সম্পাদনা : সমর চক্রবর্তী